ব্যাট হাতে ছন্দে, মাঠে মজাও করছেন মুশফিক!

এক মাস আগে
শ্রীলঙ্কাসিরিজের আগে মুশফিকুর রহিমের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন টাইগার ক্রিকেটপ্রেমীরা। চট্টগ্রামে দুর্দান্ত শতক হাঁকিয়ে মিস্টার ডিপেন্ডেবলফিরেছেন ফর্মে। ঢাকা টেস্টের প্রথম ইনিংসেতো করলেন হার না মানা ১৭৫। ব্যাট হাতে দারুণ সময় পার করা মুশি, মাঠেও মেতে আছেন খুনসুটিতে! ঢাকা টেস্টের তৃতীয় দিনেমুশফিকেরএমনই একটি দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন কালের কণ্ঠের ফটো সাংবাদিকমীর ফরিদ।
বিজ্ঞাপন