
আফগানিস্তানে মৃতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে, কলেরার শঙ্কা

৪ দিন আগে
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ১৫০ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় বাখতার নিউজ এজেন্সির মহাপরিচালক আবদুল ওয়াহিদ রায়ান আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।
আবদুল ওয়াহিদ রায়ান বলেছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত এক হাজার ৬০০ মানুষ আহত হয়েছে। এ ছাড়া এক হাজার ৮০০টির মতো বাড়ি তছনছ হয়ে গেছে।
বিজ্ঞাপন
ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া আফগানরা বলছেন, তাদের কাছে খাবার নেই, তাদের আশ্রয়ের জায়গা নেই। এ পরিস্থিতিতে কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান গোষ্ঠী এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে ত্রাণ বিতরণ করছে। কিন্তু দেশটি ইতোমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতিতে রয়েছে।
হতাহতদের সহায়তায় হাত বাড়িয়েছে জাতিসংঘও। সংস্থাটি সতর্ক করে বলেছে, ভূমিকম্পকবলিত এলাকায় কলেরার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে,ইতোমধ্যেই পাকিস্তান, কাতার ও ইরান থেকে মানবিক সহায়তা পৌঁছেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি।