
লা লিগায় রিয়াল-বার্সার প্রথম লড়াই বের্নাবেউয়ে

৪ দিন আগে
প্রথম রাউন্ডে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে
শীর্ষ লিগে ফেরা দুই দলের। আলমেরিয়ার মাঠে শুরু হবে রিয়ালের শিরোপা ধরে রাখার
অভিযান। শিরোপা পুনরুদ্ধারের জন্য বার্সেলোনা যাত্রা শুরু করবে ঘরের মাঠে রায়ো
ভাইয়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে। নবম রাউন্ডে মৌসুমের প্রথম ক্লাসিকোয় মুখোমুখি হবে
রিয়াল ও বার্সেলোনা। ১৫ কিংবা ১৬ অক্টোবর খেলা হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো
বের্নাবেউয়ে। ২৬তম রাউন্ডে ফের মুখোমুখি হবে দল দুটি। ১৮ কিংবা ১৯
মার্চ খেলা হবে কাম্প নউয়ে। দুই দলের সবশেষ দেখায় ২০ মার্চ রিয়ালের মাঠ থেকে ৪-০
গোলের বড় জয় নিয়ে ফেরে বার্সেলোনা। তবে তাদের অনেক পেছনে ফেলে শিরোপা নিশ্চিত
করে কার্লো আনচেলত্তির দল। শেষ রাউন্ডে সেল্তা ভিগোর মাঠে খেলবে বার্সোলোনা।
রিয়াল ঘরের মাঠে খেলবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে।