
ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
১২ দিন আগে
ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। চারদিনের সফরে শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তিনি ঢাকায় পৌঁছেন।
বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ প্রতিনিধির সফরে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এদিকে, একইদিন ঢাকায় এসেছেন চীনের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-ও। একইসঙ্গে অনেকটা হঠাৎ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে রয়েছে নানা আলোচনা।
ভারত, বাংলাদেশ ও কুয়েত সফরের অংশ হিসেবে ঢাকায় এসেছেন সিসন। আগামী মঙ্গলবার বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ প্রতিনিধির ঢাকা ছাড়ার কথা রয়েছে।
/এমএন