
সব জল্পনার ইতি, চিরতরে বন্ধ কফি উইথ করণ
২১ দিন আগে
করণ জোহর। ছবি: সংগৃহীত।
বলিউডের বিতর্কিত এবং একই সাথে জনপ্রিয় শো হলো কফি উইথ করণ। ২০০৪ সাল থেকে সম্প্রচারিত হয়ে আসছিল চ্যাট শোটি। তবে ষষ্ঠ সিজন শেষের পরই ঘোষণা এলো, স্থায়ীভাবে বন্ধ হচ্ছে এই শো, আসবে না সপ্তম সিজন। বুধবার (৪ মে) ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দিয়েছেন করণ।
টুইটারে করণ লেখেন, ষষ্ঠ সিজন ধরে কফি উইথ করণ আমার এবং আপনার জীবনের অংশ হয়ে উঠেছিল। পপ সংস্কৃতির ইতিহাসে এই অনুষ্ঠানের অবদান রয়েছে বলেই আমার বিশ্বাস। তাই দুঃখের সঙ্গে জানাচ্ছি, কফি উইথ কর্ণ আর ফিরবে না।
IMPORTANT ANNOUNCEMENT pic.twitter.com/FfVbIe1wWO
Karan Johar (@karanjohar) May 4, 2022
বলিউডের তারকা পরিচালক করণ জোহার সঞ্চালিত অনুষ্ঠান কফি উইথ করণ নিয়ে বিতর্ক ছিল আগে থেকেই। বিভিন্ন তারকাদের অতিথি করে এনে এই শোয়ে বিব্রতকর ও অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করা নিয়ে তার ওপর অসন্তোষ ছিল। এরপর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপ্রীতি এবং সুশান্তকে তাচ্ছিল্য করার অভিযোগ ওঠে করণ এবং তার শোয়ের বিরুদ্ধে। এরপর থেকেই অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হবে বলে জল্পনা চলছিল।
এসজেড/