
মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে কিশোরীর মৃত্যু
১০ দিন আগে
লিটন মাহমুদ: মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আফরোজা আক্তার (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৫ আগস্ট) বিকেল ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মানিকপুর এলাকায় অন্তু আক্তারের বাড়ির নিচ তলায় ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।আউয়াল মুন্সীগঞ্জে অটোরিকশা চালান। তার দুই মেয়ে ও এক ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, ৩য় তলা ভবনের নিচ তলায় থাকেন অটোচালক আউয়াল। বিকেল ৬টার দিকে হটাৎ বিকট শব্দে হলে আশপাশের লোকজন এগিয়ে কিশোরী আফরোজা আক্তারকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বাবা মো. আউয়াল বলেন, ‘আমি যাত্রী নিয়ে মুক্তারপুর যাচ্ছিলাম। এমন সময় দুর্ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখি সেপটিক ট্যাংক বিস্ফোরণে আমার মেয়ে মারা গেছে। পাশেই রান্নাঘরে থাকায় আমার স্ত্রী ও ছোট মেয়ে বেঁচে গেছে।’মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, ‘মানিকপুরের ভাড়া বাড়িতে কিশোরী আফরোজা আক্তার টিভি দেখছিলো। এসময় সেপটিক ট্যাংক বিস্ফোরণে সে নিহত হয়। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’